রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ীয়ায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলবাড়ীয়ায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গত শুক্রবার তিনটি পাকা সড়কের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৩৩ কি.মি সংস্কার কাজের উদ্বোধন করেন ফুলবাড়ীয়া আসনের এমপি অ্যাড. মোসলেম উদ্দিন।

এ সময় উপজেলা প্রকৌশলী মাহবুব মোর্শেদ, ফুলবাড়ীয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, দেওখোলা ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন নিশি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুররহমান খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া জিসি-হাটকালীর বাজার জিসি সড়ক চেইনেজ ৯ কি.মি ৩ মিটার ৬ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৮৯৪ টাকা। কেশরগঞ্জ জিসি মধুপুর জিসি সড়ক ৯ কি.মি ৪শ ৪০ মিটার ৪ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৮১ টাকা।

ফুলবাড়ীয়া জিসি গারোহাট জিসি ভায়া কেশরগঞ্জ সড়ক ১৪ কি.মি ৩ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৭০ টাকা। সড়ক তিনটি সংস্কার কাজে সর্বমোট ব্যয় ১৪ কোটি ৪৯ লাখ ১ হাজার ৪৫ টাকা। তিন সড়কের সংস্কার কাজের তদারকি করে এলজিইডি ও প্রকৌশলী মাহবুব মোর্শেদ। 

টিএইচ